চীনে সেতু ধসে নিহত ১১, নিখোঁজ ৩০
2024-07-20 17:11:08

জুলাই ২০: গতকাল (শুক্রবার), চীনের শায়ানসি প্রদেশের শাংলুও শহরের চাশুই জেলায়, একটি মহাসড়ক-সেতু বন্যার পানির তোড়ে ধসে গেলে, সেতুর উপরে থাকা কয়েকটি গাড়ি যাত্রীসহ নদীতে ডুবে যায়। এতে, আজ (শনিবার) সকাল ১০টা পর্যন্ত, ১১ জন  নিহত ও ৩০ জন নিখোঁজ রয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর পরই, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেন। তিনি বলেন, নিখোঁজদের সন্ধান ও উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে এবং সংশ্লিষ্ট পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন অঞ্চলের সংশ্লিষ্ট সংস্থাগুলোর পর্যবেক্ষণ ও সতর্কতাব্যবস্থা জোরদার করতে হবে, পরিদর্শন ও ঝুঁকিব্যবস্থাপনা জোরদার করতে হবে, এবং জনগণের জানমালের হেফাজতে সম্ভাব্য সবকিছু করতে হবে।

চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেছেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর পাশাপাশি, যত তাড়াতাড়ি সম্ভব দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে হবে। তিনি দুর্যোগ ও দুর্ঘটনা প্রতিরোধে সতর্কতা অবলম্বনের নির্দেশও দেন।

এদিকে, চীনা উপপ্রধানমন্ত্রী চাং কুও ছি ইতোমধ্যেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উদ্ধার ও ত্রাণ কাজ পরিচালনা করছেন। শায়ানসি প্রদেশ ও শাংলুও শহরের সরকারও সময়মতো উদ্ধার ও ত্রাণ কাজ শুরু করে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)