জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন মা ছাও স্যু
2024-07-20 18:45:29

জুলাই ২০: চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ছাও স্যু, ২১ থেকে ২৫ জুলাই পর্যন্ত, জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

মুখপাত্র জানান, সফরকালে মা ছাও স্যু টোকিও ও সিউলে,  জাপানের পররাষ্ট্র বিষয়ক উপসচিব মাসাটাকা ওকানো ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম কর্মকর্তা জিন হংজুন’র সঙ্গে, যথাক্রমে ষষ্ঠদশ চীন-জাপান কৌশলগত সংলাপ ও দশম চীন-দক্ষিণ কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের কৌশলগত সংলাপে, অংশগ্রহণ করবেন।

মুখপাত্র আরও জানান, সংলাপে চীনের সাথে জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মত বিনিময় হবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)