চীনে বিদেশি পুঁজি বিনিয়োগ সম্প্রসারণ হবে: হান ওয়েন সিউ
2024-07-19 20:28:00

জুলাই ১৯: আজ (শুক্রবার) চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির আর্থিক এবং অর্থনৈতিক কমিটি কার্যালয়ের উপ-পরিচালক হান ওয়েন সিউ জানান, আন্তর্জাতিক পরিবেশ পরিবর্তনসহ একাধিক উপাদানের প্রভাবে বর্তমানে চীনে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ আগের চেয়ে কমেছে। তবে তা অস্থায়ী। ব্যবসায়িক পরিবেশ অব্যাহতভাবে উন্নত হচ্ছে এবং বাজারের সুযোগ বাড়ছে। এ কারণে, চীনে বিদেশি পুঁজি বিনিয়োগ আরও সম্প্রসারণ হবে।


তিনি জানান, চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে উচ্চ মানের উন্মুক্তকরণ এগিয়ে নেওয়া ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর প্রতি গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। চীনে বিদেশি ব্যবসায়ী ও পর্যটকদের বসবাস, চিকিৎসা, পেমেন্টসহ নানা খাতে সুবিধা দেওয়ার ব্যবস্থা আরও উন্নত করা হবে বলে তিনি ঘোষণা করেন। 


তিনি বলেন, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনার আলোকে, বাজারে প্রবেশের খাত আরও সহজ করবে চীন। পাশাপাশি, পরিষেবা শিল্পের উন্মুক্তকরণ আরও সম্প্রসারণ করা হবে। টেলিযোগাযোগ, ইন্টারনেট, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবাসহ নানা খাতের উন্মুক্তকরণ আরও সম্প্রসারণ করবে চীন।


তিনি জোর দিয়ে জানান, চীন এখনও বিভিন্ন দেশের পুঁজি বিনিয়োগের প্রধান গন্তব্য। চীন নিজের ব্যবসার পরিবেশ অব্যাহতভাবে উন্নত করবে। ব্যাপক বিদেশি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে চীনের উন্নয়নের নতুন মানের উৎপাদনশক্তি ভাগাভাগি করতে চায় চীন।


(আকাশ/তৌহিদ/ফেইফেই)