আইনের শাসন হল সর্বোত্তম ব্যবসায়িক পরিবেশ, ব্যক্তিগত উদ্যোগ উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট আইন প্রণয়ন করতে হবে
2024-07-19 16:32:58

জুলাই ১৯: চীনের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক কার্যালয়ের উপ-পরিচালক ও কৃষি কার্যালয়ের পরিচালক হান ওয়েন শিউ আজ শুক্রবার বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির এক সংবাদ সম্মেলনে বলেছেন যে, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে ‘সিদ্ধান্ত’ পাস হয়েছে। ‘সিদ্ধান্তে’ বাজার ব্যবস্থার ভূমিকাকে আরও ভালভাবে ব্যবহার করার, আরও ন্যায়সঙ্গত ও আরও গতিশীল বাজার পরিবেশ তৈরি করার, এবং সমগ্র সমাজের অন্তর্গত শক্তি ও উদ্ভাবনী জীবনশক্তিকে উদ্দীপিত করার উপরে জোর দেওয়া হয়েছে। ‘সিদ্ধান্ত’ নির্দেশ করে যে, আইনের শাসন হল সর্বোত্তম ব্যবসায়িক পরিবেশ, এবং একটি বেসরকারী অর্থনীতি উন্নয়ন সংক্রান্ত আইন প্রণয়ন ও প্রচার করা আবশ্যক।

 হান ওয়েন শিউ বলেন যে ‘সিদ্ধান্তে’ বিভিন্ন মালিকানা অর্থনীতির পরিপূরক সুবিধা ও সাধারণ উন্নয়ন প্রচারের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। একদিকে, রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ ও উদ্যোগগুলোর সংস্কারকে আরও গভীর করা, তাদের মূল প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রচার করা এবং রাষ্ট্রের অতিরিক্ত মূল্যের হিসাব নিকাশ করা উচিত। রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগগুলোকে অবশ্যই মূল প্রযুক্তির উত্স হিসেবে তৈরি করতে হবে। শক্তি, রেলওয়ে এবং অন্যান্য শিল্পে প্রাকৃতিক একচেটিয়া অংশের স্বাধীন অপারেশন ও প্রতিযোগিতামূলক অংশের বাজার-ভিত্তিক সংস্কারের প্রচার করা প্রয়োজন। অন্যদিকে বেসরকারি  অর্থনীতির বিকাশের জন্য ভাল পরিবেশ তৈরি করতে হবে, আরও সুযোগ প্রদান করতে হবে, বড় জাতীয় প্রকল্পগুলোর নির্মাণে বেসরকারি উদ্যোগগুলোর অংশগ্রহণের জন্য দীর্ঘমেয়াদী ব্যবস্থার উন্নতি করতে হবে, সক্ষম বেসরকারি উদ্যোগগুলোকে প্রধান জাতীয় কারিগরি গবেষণার কাজগুলো পরিচালনা করতে সমর্থন দিতে হবে এবং ব্যক্তিগত উদ্যোগগুলোর প্রশাসনকে মানসম্মত করতে হবে। (স্বর্ণা/হাশিম/লিলি)