চীনের বড় বাজার বিশ্বের জন্য বড় সুযোগ করে দেবে
2024-07-19 15:09:00

জুলাই ১৯: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটি আজ (শুক্রবার) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা ও গৃহীত প্রস্তাব ব্যাখ্যা করেছে। কেন্দ্রীয় আর্থিক ও অর্থনৈতিক কমিশনের কার্যালয়ের উপ-পরিচালক ও কেন্দ্রীয় গ্রামীণ কাজের লিডিং গ্রুপের অফিসের পরিচালক হান ওয়েনসিউ বলেন, চিন উচ্চমানের উন্মুক্তরণ বেগবান করবে। স্বল্পোন্নত দেশের প্রতি একতরফা উন্মুক্তকরণ ও স্বতন্ত্র উন্মুক্তকরণ সম্প্রসারণ করা হবে। সুশৃঙ্খলভাবে পণ্য বাজার, পরিষেবা বাজার, অর্থ বাজার ও শ্রমিক বাজারের উন্মুক্তরণ সম্প্রসারিত হবে। এ ছাড়া বিদেশীদের অন্তর্মুখী বসবাস, চিকিত্সা ও পেমেন্টের মতো জীবন সুবিধা ব্যবস্থা সুসম্পূর্ণ করবে, গুরুত্বপূর্ণ প্রতীকমূলক প্রকল্প ও ‘ছোট কিন্তু সুন্দর’ জীবিকা প্রকল্প, উচ্চমানের ‘এক অঞ্চল এক পথ উদ্যোগে’র আওতায় নির্মাণ শক্তিশালি করবে চীন, যাতে চীনের বড় বাজার বিশ্বের জন্য বড় সুযোগ কে দিতে পারে।।

(প্রেমা/হাশিম/রুবি)