প্যারিস অলিম্পিক গেমসে চীনা পণ্য ব্যবহার করা হবে।
2024-07-18 23:13:31


জুলাই ১৮: প্যারিস অলিম্পিক গেমস-২০২৪ দ্রুত শুরু হবে। এ গেমসে অনেক চীনা পণ্য ও ক্রীড়া সরঞ্জাম ব্যবহার করা হবে।


বর্তমানে টেবিল টেনিস প্রতিযোগিতার জন্য ৩৫ হাজার চীনা পিংপং বল প্যারিস পৌঁছে গেছে। অলিম্পিক গেমসের পিংপং বলের গুণগত মান নিশ্চিত করার জন্য চীনা শিল্পপ্রতিষ্ঠান কঠোর ব্যবস্থা নিয়েছে।  


কুয়াং চৌয়ের ক্রীড়াপণ্য বিষয়ক একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা লিয়াং চি ছং জানান, এ বছরের প্রথমার্ধে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের পিংপং বল বিক্রির পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ৫০ শতাংশ বেড়েছে। রপ্তানি খাতে এ পর্যন্ত বিক্রির পরিমাণ ইতোমধ্যে আগের বছরের বিক্রির পরিমাণের কাছাকাছি পৌঁছেছে।


চীনের ফুটবল তৈরির প্রতিষ্ঠান প্রযুক্তির উদ্ভাবনকে অনেক গুরুত্ব দেয়। এর ফলে বাজারের চাহিদা অনেক বাড়ছে। এ বছর একটি প্রতিষ্ঠানটির ইউরো কাপ ও অলিম্পিক গেমসের জন্য রপ্তানি করা ফুটবল ও প্রশিক্ষণ ফুটবলের মোট পরিমাণ ৪০ লাখ ছাড়িয়েছে।

 (আকাশ/তৌহিদ/ফেইফেই)