চীন এখনও বিশ্বের অর্থনীতির মূল চালিকাশক্তি: আইএমএফ
2024-07-17 13:57:47

জুলাই ১৭: চীনের মতো এশিয়ার নবোদিত অর্থনৈতিক সত্তা এখনও বিশ্বের অর্থনীতির মূল চালিকাশক্তি। গতকাল (মঙ্গলবার) আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রধান অর্থনীতিবিদ পিয়েখঁ অলিভিয়ে এ মন্তব্য করেন।

একই দিন প্রকাশিত ‘বিশ্ব অর্থনৈতিক বিশ্লেষণ প্রতিবেদন’-এ আইএমএফ বলেছে, ২০২৪ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ শতাংশ হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের প্রথমার্ধে বিশ্বের অর্থনৈতিক কার্যক্রম ও বিশ্ববাণিজ্য কিছুটা সুসংহত হয়েছে; এশীয় অঞ্চলে রপ্তানি বেড়েছে।

আইএমএফ-এর সর্বশেষ পূর্বাভাষ বলছে, ২০২৪ সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.২ শতাংশ হতে পারে। আর, ২০২৪ ও ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্য যথাক্রমে ৩.১ ও ৩.৪ শতাংশ বাড়তে পারে। (প্রেমা/আলিম/ছাই)