সাম্যভিত্তিক বহুমেরুর বিশ্ব গড়ে তুলতে হবে: চীন
2024-07-17 13:58:29

জুলাই ১৭: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছং গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক শৃঙ্খলা ও বহুপাক্ষিক সহযোগিতাসম্পর্কিত এক উন্মুক্ত সভায় বলেন, একটি সাম্য ও শৃঙ্খলাভিত্তিক বহুমেরু গড়ে তোলার কাজে গতি সঞ্চার করতে আন্তর্জাতিক সমাজকে একযোগে কাজ করে যেতে হবে।

তিনি বলেন, বহুমেরুর বিশ্বে সকল দেশের যথাযথ অবস্থান ও ভূমিকা নিশ্চিত করতে হবে; সকল দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।

ফু ছং বলেন, সকল দেশের উচিত পরস্পরকে সম্মান করা, একে অপরের কেন্দ্রীয় স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগকে আমলে নেওয়া, একে অপরের উন্নয়নপথকে মেনে নেওয়া, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা।

তিনি বলেন, সংলাপের মাধ্যমে মতবিরোধ কমিয়ে আনতে হবে এবং সংলাপের ভিত্তিতে একটি সুষম, কার্যকর ও টেকসই বৈশ্বিক নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন রক্ষা করতে হবে; উন্নয়নশীল দেশগুলোর মতামতকে গুরুত্ব দিতে হবে; বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপ ও বিনিময় জোরদার করতে হবে; এবং মানবজাতির অভিন্ন মূল্যবোধ লালন করতে হবে। (প্রেমা/আলিম/ছাই)