আর্থিক বিষয় নিয়ে মার্কিন রাজনীতিকরণের বিরোধিতা করে চীন
2024-07-17 18:04:12

জুলাই ১৭: যুক্তরাষ্ট্র আর্থ-বাণিজ্যিক এবং বৈজ্ঞানিক বিষয়কে রাজনীতিকরণ করে, চীন তার তীব্র বিরোধিতা করে। আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান চীনের এ অবস্থান ব্যাখ্যা করেছেন।

সম্প্রতি এমন খবর প্রচার করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র জাপান ও হল্যান্ডের কোম্পানির ওপর চাপ আরোপের মাধ্যমে চীনের সঙ্গে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিতে চায়। এই সম্বন্ধে লিন চিয়ান বলেন, চীন বারবার যুক্তরাষ্ট্রের অবরোধ এবং চীনের সেমিকন্ডাক্টর শিল্প দমন করার বিষয়ে কঠোর বক্তব্য দিয়েছে। যুক্তরাষ্ট্র রাজনীতিকরণ করেছে, প্যান-নিরাপত্তা এবং অর্থনীতি ও বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়গুলোকে উপকরণযুক্ত করেছে, চীনের চিপ রপ্তানির উপর ক্রমাগত নিয়ন্ত্রণ বাড়িয়েছে, চীনের সেমিকন্ডাক্টর শিল্পকে দমন করার জন্য অন্যান্য দেশগুলোকে বাধ্য করেছে, আন্তর্জাতিক বাণিজ্যিক নিয়মগুলোকে মারাত্মকভাবে লঙ্ঘন করেছে এবং স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করেছে। চীন সর্বদা এর দৃঢ় বিরোধিতা করে আসছে। চীন আশা করে যে, প্রাসঙ্গিক দেশগুলো সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে পারবে, দৃঢ়ভাবে জবরদস্তি প্রতিরোধ করতে পারবে, যৌথভাবে একটি ন্যায্য ও উন্মুক্ত আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থা রক্ষা করতে পারবে এবং প্রকৃত অর্থে তাদের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করতে পারবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)