যুক্তরাষ্ট্রকে অবশ্যই চীনের মূল স্বার্থকে সম্মান করতে হবে এবং আলোচনা ও বিনিময়ের পরিবেশ তৈরি করতে হবে: চীন
2024-07-17 18:09:56

জুলাই ১৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, কিছু সময়ের জন্য যুক্তরাষ্ট্র চীনের দৃঢ় বিরোধিতা এবং বারবার উপস্থাপনা উপেক্ষা করেছে, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে এবং একের পর এক নেতিবাচক পদক্ষেপ নিয়েছে। এতে চীনের মূল স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, দুই পক্ষের মধ্যে পারস্পরিক বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে এবং অস্ত্র নিয়ন্ত্রণের আলোচনা চালিয়ে যাওয়ার জন্য দুই পক্ষের রাজনৈতিক পরিবেশকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে, চীন অস্ত্র নিয়ন্ত্রণ ও বিস্তার-রোধ সংক্রান্ত পরামর্শের জন্য যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এর দায় সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রকে অবশ্যই চীনের মূল স্বার্থকে সম্মান করতে হবে এবং দু’পক্ষের মধ্যে আলোচনা ও বিনিময়ের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে হবে বলে মনে করে চীন।

(জিনিয়া/তৌহিদ/ফেই)