শান্তি বাস্তবায়নে হাঙ্গেরির গঠনমূলক ভূমিকার প্রশংসা করে চীন
2024-07-17 21:37:35


জুলাই ১৭: আজ (বুধবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান জানান, শান্তি বাস্তবায়নে হাঙ্গেরির গঠনমূলক ভূমিকার প্রশংসা করে চীন।


মুখপাত্র জানান, মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী সিজ্জার্তো পিটারের সঙ্গে ফোনালাপ  করেছেন। ইউক্রেন সংকট নিয়ে হাঙ্গেরির মতামত এবং শান্তি বাস্তবায়নে হাঙ্গেরির চেষ্টার কথা শুনেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। হাঙ্গেরির সঙ্গে শান্তির প্রতি সমর্থন বাড়ানোর জন্য কাজ করতে চায় চীন। একযোগে রাজনৈতিক পদ্ধতিতে সমস্যা সমাধানে ভূমিকা রাখার কথাও বলেন ওয়াং ই। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)