চীন যুক্তরাষ্ট্রের ‘মুদ্রাস্ফীতি হ্রাস আইনের’ বিরোধিতা করে
2024-07-16 16:43:41


জুলাই ১৬: চীনের নতুন জ্বালানি-চালিত যানবাহন শিল্পের উন্নয়নের অধিকার এবং স্বার্থ রক্ষার লক্ষ্যে গত ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের "মুদ্রাস্ফীতি হ্রাস আইনের" অধীনে নতুন জ্বালানি-চালিত যানবাহনে ভর্তুকি এবং অন্যান্য ব্যবস্থা সম্পর্কিত বিশ্ব বাণিজ্য সংস্থার নিষ্পত্তি প্রক্রিয়ায় মামলা দায়ের করেছে চীন। যেহেতু যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে, তাই গতকাল (সোমবার) চীন একটি বিশেষজ্ঞ দল গঠনের জন্য ডব্লিউটিও’র কাছে অনুরোধ জানিয়েছে।

গতকাল (সোমবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র এ-কথা বলেন। তিনি বলেন, চীনের নতুন জ্বালানি-চালিত গাড়ি শিল্প বিশ্বের জ্বালানি খাতের সবুজ রূপান্তর এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। যুক্তরাষ্ট্রের ‘মুদ্রাস্ফীতি হ্রাস আইন’ যুক্তরাষ্ট্রসহ কিছু নির্দিষ্ট দেশের পণ্য ব্যবহার করাকে ভর্তুকির পূর্বশর্ত হিসেবে নির্ধারণ করেছে, তবে চীনসহ বিশ্ব বাণিজ্য সংস্থার অন্যান্য সদস্য দেশের পণ্য অস্বীকার করে এবং বাণিজ্যে বাধা সৃষ্টি করেছে। যা আসলে একটি বৈষ্যমমূলক, সংরক্ষণবাদী এবং ডাব্লিউটিও’র নিয়ম লঙ্ঘনকারী আইন। চীন মামলা দায়ের করে বাস্তবসম্মত-ভাবে বিশ্ব বাণিজ্য সংস্থাকেন্দ্রিক বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থা রক্ষার পথ অনুসরণ করেছে।

মুখপাত্র আরো বলেন, চীন যুক্তরাষ্ট্রকে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে চলা এবং শিল্পনীতির অপব্যবহার বন্ধ করার তাগিদ দেয়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)