বহুপক্ষবাদ বাস্তবায়নে চীনা প্রতিনিধির আহ্বান
2024-07-16 16:42:46

জুলাই ১৬: যুক্তরাষ্ট্র সময় গতকাল (সোমবার) জাতিসংঘ টেকসই উন্নয়ন উচ্চপদস্থ রাজনীতি ফোরামের মন্ত্রী পর্যায়ের সম্মেলন নিউইয়র্কের সদর দপ্তরে উদ্বোধন করা হয়েছে। এতে চীনা প্রতিনিধি আন্তর্জাতিক সমাজকে বহুপক্ষবাদ বাস্তবায়ন করা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন কর্মসূচী সঠিক পথে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ৭৮তম জাতিসংঘ সম্মেলনের চেয়ারম্যান ডেনিস ফ্রান্সিস ভাষণ দিয়েছেন।

ফ্রান্সিস বলেন, বর্তমান বিশ্বে ১১০ কোটিরও বেশি মানুষ দরিদ্র অবস্থায় আছে। কোনো কার্যকর ব্যবস্থা না নিলে ২০৩০ সালে বিশ্বে ৮ শতাংশ মানুষ ক্ষুধার্ত থাকবে। যদিও এখন ২০৩০ কর্মসূচীর লক্ষ্যের চেয়ে বিশ্ব কিছুটা পিছিয়ে আছে, তবে সবার কার্যকর প্রতিশ্রুতি দেওয়া এবং ব্যবস্থা নেওয়ার বিরাট সুযোগ আছে।

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছুং বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে নির্ধারিত কাজের চেয়ে আরো বেশি কিছু করতে হবে। আন্তর্জাতিক সমাজের উচিত বহুপক্ষবাদ বাস্তবায়ন করা, ঐক্য ও সহযোগিতা জোরদার করা, ২০৩০ সালের টেকসই উন্নয়ন কর্মসূচিকে সঠিক পথে ফিরিয়ে আনা। তিনি আরো বলেন, উন্নয়নের ওপর অগ্রাধিকার দিতে হবে, বিশ্বের উন্নয়ন অংশীদারি সম্পর্ককে পুনরুদ্ধার করতে হবে, বিশ্বের দরিদ্রতা হ্রাসে সহযোগিতা বাড়াতে হবে, বিশ্বের খাদ্য নিরাপত্তা রক্ষা করতে হবে এবং যৌথভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে হবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)