হাইতির স্থিতিশীলতা পুনরুদ্ধারে চেষ্টা করতে চায় চীন
2024-07-16 18:34:39

জুলাই ১৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন হাইতির স্থিতিশীলতা পুনরুদ্ধারে তার প্রচেষ্টা চালিয়ে যাবে এবং "হাইতিয়ানদের নেতৃত্বে ও হাইতিয়ানদের নিজস্ব" একটি সমাধান খুঁজে পেতে তাদের সমর্থন জানায়।

তিনি বলেন, সম্প্রতি চীন নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে হাইতিতে জাতিসংঘের সাধারণ অফিসের অনুমোদন বর্ধিতকরণের বিষয়ে ২৭৪৩নং রেজোলিউশন গ্রহণকে সমর্থন দিয়েছে। যা হাইতিকে আন্তর্জাতিক সমাজের সমর্থন ও সহায়তা অব্যাহত রাখার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। সম্মেলনের পর, হাইতি চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছে এবং চীনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার ইচ্ছা পোষণ করেছে।
(জিনিয়া/তৌহিদ/ফেই)