আন্তর্জাতিক মৌলিক বিজ্ঞান সম্মেলন- ২০২৪ বেইজিংয়ে উদ্বোধন
2024-07-14 15:59:24

জুলাই ১৪: আন্তর্জাতিক মৌলিক বিজ্ঞান সম্মেলন-২০২৪ আজ (রোববার) বেইজিংয়ে উদ্বোধন করা হয়েছে। দুই সপ্তাহব্যাপী সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘মৌলিক বিজ্ঞানের ওপর নজর রাখা, মানবজাতির ভবিষ্যতের নেতৃত্ব দেওয়া।’

সম্মেলন চলাকালে ৫ শতাধিক একাডেমিক সম্মেলন আয়োজন করা হবে। এতে মৌলিক বিজ্ঞানের রিপোর্ট, উন্নত বিজ্ঞান পুরস্কার রিপোর্ট, মৌলিক পদার্থবিদ্যা রিপোর্ট ইত্যাদি বিষয় থাকবে। এর উদ্দেশ্য, মৌলিক বিজ্ঞান খাতের সর্বশেষ গবেষণা তুলে ধরা এবং মৌলিক গবেষণার ভবিষ্যত উন্নয়নের দিক অন্বেষণ করা।

সম্মেলন চলাকালে বিভিন্ন দেশের ৮ শতাধিক বিজ্ঞানী ও পণ্ডিতরা তাত্ত্বিক পদার্থবিদ্যা, তাত্ত্বিক কম্পিউটার এবং তথ্য বিজ্ঞানের তিনটি মৌলিক বৈজ্ঞানিক ক্ষেত্রে একাডেমিক আলোচনা ও বিনিময় পরিচালনা করবেন। যার মধ্যে চারজন ফিল্ড মেডেল বিজয়ী, তিনজন টিউরিং পুরস্কার বিজয়ীসহ বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীরা থাকবেন।

(শুয়েই/তৌহিদ/আকাশ)