সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন ভানুয়াতুর প্রধানমন্ত্রী
2024-07-13 17:56:57

জুলাই ১৩: বেইজিংয়ের গণ-মহাভবনে গতকাল (শুক্রবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন সফররত ভানুয়াতুর প্রধানমন্ত্রী সালভি।

প্রেসিডেন্ট সি বলেছেন, ৪২ বছর আগে চীন ও ভানুয়াতুর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং পরস্পরের মূল স্বার্থের বিষয়ে একে-অপরকে দৃঢ়ভাবে সমর্থন করেছে। ভানুয়াতুর সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয় চীন এবং উচ্চ-স্তরের রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও গভীর করা, যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উচ্চ মানের উন্নয়ন গভীর করার জন্য, সার্বক্ষণিক ও সার্বিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গভীরতর করার জন্য ভানুয়াতুর সাথে কাজ করতে চায়। 

তিনি আরও বলেন, চীন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোতে শান্তিপূর্ণ সহাবস্থান ও অভিন্ন উন্নয়নের প্রবর্তক ও অবদানকারী। জাতিসংঘে চীনের ভোট সবসময়ই উন্নয়নশীল দেশগুলোর পক্ষে হয়। চীন দ্বীপ দেশগুলির আর্থ-সামাজিক উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার উন্নয়নে তার সামর্থ্যের মধ্যে সহায়তা দেবে এবং দ্বীপ দেশগুলির স্বাধীন ও টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

সালভি বলেন, ৪২ বছর আগে ভানুয়াতু ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হয়। এরপর থেকে সে সম্পর্ক সুদৃঢ় ও শক্তিশালী হয়েছে। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অসামান্য নেতৃত্বে, চীন দারুণ উন্নত হয়েছে এবং ভানুয়াতু গভীরভাবে তার প্রশংসা করে। ভানুয়াতু সরকার দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে। দেশটি বিশ্বাস করে যে, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং সিনচিয়াং, হংকং, সিচাং, মানবাধিকার ও দক্ষিণ চীন সাগর সম্পর্কিত বিষয়ে চীনের অবস্থানকে দৃঢ়ভাবে সমর্থন করে। ভানুয়াতু আন্তর্জাতিক বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে এবং ভানুয়াতু ও চীনের মধ্যে অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণ প্রচারে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী।

উভয় পক্ষ ‘গণপ্রজাতন্ত্রী চীন এবং ভানুয়াতু প্রজাতন্ত্রের যৌথ বিবৃতি’ জারি করেছে এবং দু’দেশের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব উন্নয়নে সম্মত হয়েছে।

(জিনিয়া/তৌহিদ/ফেই)