সিয়ানবিন রিফ থেকে ফিলিপিন্সের জাহাজের সরে যাওয়া উচিত
2024-07-13 17:37:37

জুলাই ১৩: ফিলিপিন্সের উচিত সিয়ানবিন রিফে অবৈধভাবে থাকা জাহাজ প্রত্যাহার করা। গতকাল (শুক্রবার) বিকালে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াও কাং এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ-কথা বলেছেন।

তিনি বলেন, সিয়ানবিন রিফসহ নানশা দ্বীপপুঞ্জের উপর চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব রয়েছে এবং চীনের অধিকার সুরক্ষা ও আইন প্রয়োগকারী পদক্ষেপগুলো বৈধ ও যুক্তিসঙ্গত। ফিলিপিন্সের প্রাসঙ্গিক পদক্ষেপগুলো চীনের সার্বভৌমত্বকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে, দক্ষিণ চীন সাগরের পক্ষগুলোর আচরণ সংক্রান্ত ঘোষণা স্পষ্টভাবে লঙ্ঘন করেছে, বিশেষ করে অনুচ্ছেদ ৫। ফিলিপিন্স দক্ষিণ চীন সাগরে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা আরও ক্ষতিগ্রস্ত করেছে। চীন ফিলিপিন্সকে অবিলম্বে কর্মী ও জাহাজ সরিয়ে নেওয়া এবং ভুল পথে না যাওয়ার তাগিদ দেয়।

শুয়েই/তৌহিদ