চীন গিনি-বিসাউয়ের নির্ভরযোগ্য বন্ধু: গিনি-বিসাউ প্রেসিডেন্ট
2024-07-13 17:37:02

জুলাই ১৩: সম্প্রতি গিনি-বিসাউ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো চীন সফর করেছেন। তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়া তিনি চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে এক বিশেষ সাক্ষাত্কার দেন। তিনি দু’দেশের সম্পর্কের নানা দিকে নিজের মন্তব্য করেছেন। তিনি বলেছেন, চীন গিনি-বিসাউয়ের নির্ভরযোগ্য বন্ধু।

 

গত বুধবার বিকালে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং গিনি-বিসাউ প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো বৈঠক করেন। দু’নেতা দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারি সম্পর্কে উন্নীত করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। সি চিন পিং বলেন, গিনি-বিসাউয়ের নিজস্ব অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ উন্নয়নের পথ অন্বেষণে চীন সমর্থন করে। চীন দু’দেশের কৌশলগত অংশীদারি সম্পর্ক আরো সমৃদ্ধ করতে, গিনি-বিসাউয়ের আরো ভালো উন্নয়নে সাহায্য করতে ইচ্ছুক।

এই সম্পর্কে গিনি-বিসাউ প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো বলেন, দু’দেশের ঘনিষ্ঠ সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। দু’দেশের মধ্যে বেশ কিছু চুক্তি হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে, দু’দেশের অবস্থান সবসময় একই রয়েছে। যা গিনি-বিসাউ এবং চীনের ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্কের প্রতিফলন।

তিনি আরো বলেন, দু’দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত হয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ। চীন শুধু গিনি-বিসাউয়ের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং সারা বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য দেশ। চীন একই সঙ্গে বিশ্বের বড় দেশের অন্যতম। চীনের প্রভাব অনেক বেশি। চীন সবসময় জাতিসংঘে গিনি-বিসাউয়ের অবস্থানকে সমর্থন করে। যখন প্রয়োজন হয়, তখন সবসময় চীন সাহায্য করে। এ কারণে তার দেশও চীনকে বরাবরের মত সমর্থন করে।

‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ সম্বন্ধে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো বলেন, চীন সবসময় গিনি-বিসাউয়ের অবকাঠামো নির্মাণে ভূমিকা রাখে। চীন যেখানে আছে, সেখানে গিনি-বিসাউ স্থান পায়। তাই চীন যে কোনো সংস্থা বা উদ্যোগের নেতৃত্ব দিলে গিনি-বিসাউ সবসময় এতে অংশগ্রহণ করবে।

তিনি আরো বলেন, বিশ্ব শান্তি রক্ষায় চীন ও আফ্রিকা সবসময় ঘনিষ্ঠ সহযোগিতা করে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর উত্থাপিত বিশ্ব উন্নয়ন উদ্যোগ, বিশ্ব নিরাপত্তা উদ্যোগ এবং বিশ্ব সভ্যতা উদ্যোগের ব্যাপক স্বীকৃতি দেয় তাঁর দেশ।

(শুয়েই/তৌহিদ/আকাশ)