ইসরায়েলকে দ্রুত সামরিক অভিযান বন্ধ করার তাগিদ দেয় চীন
2024-07-13 17:59:37

জুলাই ১৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন বেসামরিক নাগরিকদের জন্য ক্ষতিকর এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে- এমন সব আচরণের বিরোধিতা ও নিন্দা করে। গাজার বর্তমান পরিস্থিতি ভালো নয়, সেখানে সর্বোচ্চ অগ্রাধিকার হল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক রেজুলেশনগুলি সম্পূর্ণরূপে এবং কার্যকরভাবে বাস্তবায়ন করা। পাশাপাশি, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, বেসামরিক নাগরিকদের রক্ষা করা, মানবিক উদ্ধার নিশ্চিত করা এবং শিগগিরি বন্দীদের মুক্তি দেওয়া। চীন ইসরায়েলকে আন্তর্জাতিক সমাজের আহ্বান মনোযোগ দিয়ে শোনার জন্য, দ্রুত সামরিক অভিযান বন্ধ করার জন্য এবং নিরপরাধ বেসামরিক লোকদের হতাহতের ঘটনা এড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করার তাগিদ দেয়।

(জিনিয়া/তৌহিদ/ফেই)