সি চিন পিং ও সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ অনুষ্ঠিত
2024-07-13 21:25:02


জুলাই ১৩: গতকাল (শুক্রবার) বিকালে বেইজিংয়ের গণ-মহাভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাত করেছেন সলোমন দ্বীপপুঞ্জের সফররত প্রধানমন্ত্রী জেরেমিয়াহ মানেলে। 


সি চিন পিং বলেছেন, সলোমন দ্বীপপুঞ্জকে চীনের ভালো বন্ধু, ভালো অংশীদার ও ভালো ভাতৃপ্রতীম রাষ্ট্র বলে মনে করে চীন।  সলোমন দ্বীপপুঞ্জের নিজস্ব উন্নয়নের পথে এগিয়ে যাওয়া ও দেশের স্বার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষায় চীন সমর্থন দেয়। সলোমন দ্বীপপুঞ্জের সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদার করা এবং ‘বেল্ট আন্ড রোড’ সহযোগিতাকে সলোমন দ্বীপপুঞ্জের উন্নয়ন কৌশলের সঙ্গে সংযোগ আরও এগিয়ে নিতে চায় চীন। পাশাপাশি, সলোমন দ্বীপপুঞ্জের সঙ্গে গ্রামীণ উন্নয়ন, চিকিৎসা সেবা, অবকাঠামো, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ নানা খাতের সহযোগিতা জোরদার করতে চায় চীন। একযোগে হাতে হাত রেখে নতুন যুগে দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করা এবং দু’দেশের জনক্যলাণ বৃদ্ধিতে কাজ করবে চীন। 


সি চিন পিং জোর দিয়ে বলেন, স্বাধীন ও শান্তিপূর্ণ পররাষ্ট্র নীতিতে সবসময় অবিচল থাকে চীন। ‘সব দেশ তাদের আকার, শক্তি বা সম্পদ নির্বিশেষে সমান’ হচ্ছে চীনের ধারণা ও নীতি। সলোমন দ্বীপপুঞ্জ-সহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চালানোর ক্ষেত্রে চীন আন্তরিকভাবে দ্বীপ দেশগুলোর উন্নয়নে সাহায্য করতে চায়। তা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং নিজের স্বার্থ অনুসন্ধান করার জন্য নয়। সলোমন দ্বীপপুঞ্জের উন্নয়নে চীন যথাযথ সহায়তা দিয়ে যাবে। পাশাপাশি, জাতিসংঘ, প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের দ্বীপ দেশগুলোর ফোরামসহ বহুপাক্ষিক প্রতিষ্ঠানে সলোমন দ্বীপপুঞ্জের সঙ্গে সমন্বয় বাড়াতে চায় চীন। একযোগে উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন কল্যাণ রক্ষা করার কথাও বলেন চীনা প্রেসিডেন্ট। 


দুপক্ষ ‘গণপ্রজাতন্ত্রী চীন এবং সলোমন দ্বীপপুঞ্জের যৌথ ঘোষণা’ প্রকাশ করেছে। 


চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ বৈঠকে উপস্থিত ছিলেন। 


(আকাশ/তৌহিদ/ফেইফেই)