২০২৪ সালের প্রথমার্ধে চীনের পণ্য-বাণিজ্য রেকর্ড ২১ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে
2024-07-12 16:33:43

জুলাই ১২: চলতি বছরের প্রথমার্ধে চীনের পণ্য-বাণিজ্যে আমদানি-রপ্তানির মোট পরিমাণ ২১.১৭ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৬.১ শতাংশ বেড়েছে। ইতিহাসে তা, প্রথমবারের মত ২১ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। চীনা শুল্ক বিভাগ আজ (শুক্রবার) এ তথ্য প্রকাশ করেছে।

তথ্য অনুসারে, চলতি বছরের প্রথমার্ধে চীনের রপ্তানি-পণ্যের পরিমাণ ১২.১৩ ট্রিলিয়ন ইউয়ান, আর আমদানি পণ্যের পরিমাণ ৯.০৪ টিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ৬.৯ শতাংশ ও ৫.২ শতাংশ বেড়েছে।

বিভিন্ন ধরনের পণ্যের মধ্যে যান্ত্রিক ও বৈদ্যুতিক পণ্যের প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে, যা মোট রপ্তানি পণ্যের প্রায় ৬০ শতাংশ।

প্রথমার্ধে, ব্যক্তিগত উদ্যোগের আমদানি-রপ্তানির মোট পরিমাণ ১১.৬৪ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১১.২ শতাংশ বেড়েছে, আর যা চীনের মোট বৈদেশিক বাণিজ্যের ৫৫ শতাংশ।

আসিয়ান হল প্রথমার্ধে চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। চীন ও আসিয়ানের বাণিজ্যের মোট পরিমাণ ৩.৩৬ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৫ শতাংশ বেড়েছে। দ্বিতীয় থেকে চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হল ইইউ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। চীন ও ‘বেল্ট অ্যান্ড রোড’ দেশগুলোর বাণিজ্যিক পরিমাণ স্থিতিশীলভাবে বেড়ে ১০.০৩ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।

সামগ্রিকভাবে চলতি বছরের প্রথমার্ধে চীনের পণ্য-বাণিজ্য দৃঢ় স্থিতিস্থাপকতা ও শক্তিশালী প্রাণশক্তি দেখিয়েছে। বছরের দ্বিতীয়ার্ধে প্রধান বাণিজ্যিক অংশীদারদের অনিশ্চিত অর্থনৈতিক প্রবণতা, অর্ডার ট্রান্সফারসহ ইত্যাদি কারণে চীনের বৈদেশিক বাণিজ্য অনেক চাপের সম্মুখীন হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)