নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র ফোনালাপ
2024-07-12 10:42:08

জুলাই ১২: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বৃহস্পতিবার) নেদারল্যান্ডসের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী কাস্‌পার ফেল্থকাম্পের সঙ্গে ফোনালাপ করেন।

ফোনালাপে ওয়াং ই বলেন, চীন ও নেদারল্যান্ডসের মধ্যে উন্মুক্ত, বাস্তব, ও সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়ন, দু’দেশের জনগণের জন্য বাস্তব কল্যাণ বয়ে এনেছে এবং পাশাপাশি, আঞ্চলিক তথা বৈশ্বিক শান্তি ও উন্নয়নে অবদান রাখছে।

তিনি বলেন, চীন নেদারল্যান্ডসের নতুন সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ও সংলাপের মাধ্যমে, পারস্পরিক বোঝাপড়া বাড়াতে আগ্রহী। নেদারল্যান্ডস চীন-ইউরোপ সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নে গঠনমূলক ভুমিকা রাখবে বলে আশা করা যায়।

ওয়াই ই আরও বলেন, ওয়াশিংটনে সদ্যসমাপ্ত ন্যাটো শীর্ষসম্মেলনে চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। অথচ, শান্তি ও নিরাপত্তা ইস্যুতে চীন বিশ্বের সবচেয়ে ভালো রেকর্ডধারী দেশ; আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষের শক্তি। ন্যাটো দেশগুলো থেকে চীনের রাজনৈতিক ব্যবস্থা ও মূল্যবোধ ভিন্ন, কিন্তু এটি ন্যাটো-চীন বৈরিতার কারণ হতে পারে না। চীন সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ন্যাটোর সাথে যোগাযোগ বজায় রাখতে ইচ্ছুক।

এ সময় ডাচ পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন গুরুত্বপূর্ণ বৈশ্বিক শক্তি এবং এশিয়ায় তার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থ-বাণিজ্যিক অংশীদার। দু’পক্ষের উচিত দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ইস্যুতে পরস্পরকে সহযোগিতা করা।

তিনি আরও বলেন, নেদারল্যান্ডস চীনকে বিচ্ছিন্ন করতে চায় না, বরং দ্বিপাক্ষিক সম্পর্কের বাস্তবসম্মত উন্নয়ন চায়। ইউরোপ-চীন সম্পর্ক উন্নয়নকে নেদারল্যান্ডস সমর্থনও করে। (প্রেমা/আলিম/ছাই)