চীনের সামুদ্রিক পরিবেশের মানোন্নয়ন অব্যাহত
2024-07-11 16:58:00

জুলাই ১১: চীন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান ও পদ্ধতিগত শাসন সংযুক্ত করে, স্থল, নদী ও সমুদ্র সমন্বয় করে সামুদ্রিক পরিবেশ ব্যবস্থাপনা পরিচালনা করেছে, সামুদ্রিক পরিবেশের মান অব্যাহতভাবে উন্নত করেছে। চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রেস অফিসের আজ (বৃহস্পতিবার) প্রকাশিত ‘চীনের সামুদ্রিক পরিবেশগত সুরক্ষা’ শ্বেতপত্রে এ কথা বলা হয়েছে।

শ্বেতপত্রে বলা হয়, সামুদ্রিক পরিবেশ সমস্যা সমুদ্রে প্রতিফলিত হয়, তবে এর উত্স রয়েছে স্থলে। পো সাগর, ইয়াংজি নদীর মোহনা-হাংচৌ উপসাগর, চু নদীর মোহনা ইত্যাদি সমুদ্র অঞ্চল চীনের উচ্চমানের উপকূলীয় অঞ্চলে অবস্থিত, এ সব অঞ্চলে অর্থনীতি উন্নত, জনসংখ্যা বেশি। এ সব এলাকায় সমুদ্রের অনেক উন্নয়ন ও ব্যবহার হচ্ছে, এর ফলে সামুদ্রিক সমস্যাও তুলনামূলকভাবে বেশি। ২০২১ সাল থেকে চীন ৮টি উপকূলীয় প্রদেশ ও ২৪টি উপকূলীয় শহর পদ্ধতিগতভাবে স্থল ও সমুদ্রের সমন্বিত পরিচালনা করেছে এবং পর্যায়ক্রমে উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে। ২০২৩ সালে পো সাগর, ইয়াংজি নদীর মোহনা-হাংচৌ উপসাগর, চু নদীর মোহনার ভালো জলের গুণমানের আয়তনের অনুপাত ৬৭.৫ শতাংশ, যা ২০২০ সালের চেয়ে ৮.৮ শতাংশ বেড়েছে।

শ্বেতপত্রে বলা হয়, গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলের ব্যাপক পরিচালনার পর, চীনের উপকূলীয় জলের পানির গুণমান সার্বিকভাবে উন্নত হয়েছে, ২০২৩ সালে ভালো জলের গুণমান ২০২১ সালের চেয়ে ২১.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)