আল্ট্রাকোল্ড অ্যাটম কোয়ান্টাম সিমুলেটর গবেষণায় চীনের সাফল্য
2024-07-11 11:08:30

জুলাই ১১: সম্প্রতি চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিজ্ঞানী, আল্ট্রাকোল্ড অ্যাটম কোয়ান্টাম সিমুলেটর নিয়ে গবেষণায়, সাফল্য অর্জন করেছেন। তাদের সংশ্লিষ্ট গবেষণার ফলাফল গত ১০ জুলাই আন্তর্জাতিক একাডেমিক জার্নাল ‘নেচার’-এ প্রকাশিত হয়।

এ সম্পর্কে চীনা বিজ্ঞানী ইয়াও সিং ছান বলেন, ফার্মিয়ন হাবার্ড মডেলের সিমুলেশন ও সমাধান কেবল উচ্চ তাপমাত্রার অতিপরিবাহীতার তত্ত্ব বোঝার জন্য কার্যকর পদ্ধতি তা নয়, বরং কোয়ান্টাম কম্পিউটিং গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতিও বটে।

উল্লেখ্য, উচ্চ তাপমাত্রার অতিপরিবাহীতার নীতি অনুসারে, শক্তিশালী ও কার্যকর নতুন কাঁচামাল নিয়ে গবেষণা আধুনিক পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ বিষয়। (সুবর্ণা/আলিম/প্রেমা)