চীনের সাথে সম্পর্ক জোরদারে বাহামাসের প্রত্যাশা
2024-07-11 13:54:08

জুলাই ১১: সম্প্রতি বাহামাসের গভর্নর জেনারেল সিনথিয়া প্র্যাট বলেছেন, তাঁর দেশ চীনের সাথে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা কাজে লাগাতে, দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপকতা ও গভীরতা বাড়াতে, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের সাথে সুষ্ঠু সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

মঙ্গলবার দেশটির রাজধানী নাসাউ-এ, নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়ান চিয়ারোং-এর রাষ্ট্রীয় পরিচয়পত্র গ্রহণের সময়, তিনি আরও বলেন, তাঁর দেশ চীনের অব্যাহত সমৃদ্ধি ও উন্নয়নের প্রশংসা করে। তিনি বাহামাসসহ এতদঞ্চলের দেশগুলোকে জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে মূল্যবান সমর্থন দেওয়ায় চীনকে ধন্যবাদও জানান।

এ সময় রাষ্ট্রদূত ইয়াং চিয়ারোং বলেন, ‘মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ’ ধারণার আলোকে, চীন বাহামাসের সাথে দু’দেশের উন্নয়ন-কৌশল সংযুক্তির কাজে গতি আনতে এবং দু’দেশের বাস্তব সহযোগিতার মান উন্নত করতে একযোগে কাজ করে যেতে আগ্রহী। (প্রেমা/আলিম/ছাই)