চীনে রপ্তানি নিষেধাজ্ঞার বিরোধিতায় ডাচ সিইও
2024-07-10 18:50:24

জুলাই ১০: ডাচ সেমিকন্ডাক্টর সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি এএসএমএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস্টোফ ফোকেত এক সাক্ষাত্কারে চীনে তার প্রতিষ্ঠানের রপ্তানির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন।

গতকাল (মঙ্গলবার) জার্মানির হ্যান্ডেল্সব্ল্যাটের কাছে দেওয়া এক সাক্ষাত্কারে ফোকেত বলেন, চীনে এএসএমএলে’র চিপ উত্পাদনকারী সরঞ্জামের রপ্তানি সীমাবদ্ধ করা বুদ্ধির কাজ নয়, এবং তা পশ্চিমাদের নিজস্ব স্বার্থেরও ক্ষতি করবে।

তিনি বলেন, বর্তমান অটোমোবাইল শিল্প বিশেষ করে জার্মান অটোমোবাইল শিল্পে পরিপক্ক প্রযুক্তি ব্যবহার করে প্রচুর পরিমাণে চিপ তৈরি করা জরুরি। পশ্চিমাদের খুব প্রয়োজনীয় চিপগুলো চীনে উত্পাদিত হচ্ছে। আপনার যা প্রয়োজন তা অন্যদের তৈরি করা থেকে বিরত রাখা অযৌক্তিক বলে তিনি মনে করেন এই ডাচ সিইও।

(লিলি/হাশিম/স্বর্ণা)