মস্কোয় ইউক্রেন সংকট নিয়ে পুতিন-মোদি আলোচনা
2024-07-10 11:15:02

জুলাই ১০: গতকাল (মঙ্গলবার), মস্কোর ক্রেমলিন প্রাসাদে, ভারতের সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকে মিলিত হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করেন।

বৈঠকে পুতিন বলেন, আর্থ-বাণিজ্যিক খাতে রাশিয়া ও ভারতের বিনিময় স্থিতিশীলভাবে চলছে এবং জাতিসংঘ, ব্রিক্স ও শাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোতে দু’দেশ আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা চালিয়ে যাচ্ছে।

এ সময় ইউক্রেন সংকট সম্পর্কে মোদি বলেন, শান্তিপূর্ণভাবে এ সংকট সমাধানে নয়াদিল্লি ভূমিকা রাখতে ইচ্ছুক।

উল্লেখ্য, ৮ ও ৯ জুলাই রাশিয়া সফর করেন নরেন্দ্র মোদি। এটি ছিল বিগত ৫ বছরের মধ্যে তাঁর প্রথম রাশিয়া সফর। (সুবর্ণা/আলিম/রুবি)