‘চীন-ভারত সভ্যতা সংলাপ’ বেইজিংয়ে অনুষ্ঠিত
2024-07-10 16:33:33

‘চীন-ভারত সভ্যতা সংলাপ’ আজ বুধবার বেইজিংয়ে, চীনের ন্যাশনাল একাডেমি অফ গভর্নেন্সে অনুষ্ঠিত হয়েছে। এতে চীন ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা দু’দেশের সাংস্কৃতিক বিনিময় এবং অন্যান্য বিষয়ে সংলাপ করেছেন।

ন্যাশনাল একাডেমি অফ গভর্নেন্স, পিকিং বিশ্ববিদ্যালয়, সিংহুয়া বিশ্ববিদ্যালয়, শেনচেন বিশ্ববিদ্যালয়, চীনের সমাজ বিজ্ঞান একাডেমি, ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, দিল্লী বিশ্ববিদ্যালয় এবং ভারতের ইনস্টিটিউট অফ চায়নিজ স্ট্যাডিজসহ চীন ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ৩০ জনেরও বেশি বিশেষজ্ঞ সংলাপে অংশ নেন। তারা চীনা ও ভারতীয় সভ্যতার মধ্যে বিনিময়ের ইতিহাস ও অভিজ্ঞতা, ভারতীয় সভ্যতার ঐতিহ্য ও আধুনিকতা, চীনা সভ্যতার ঐতিহ্য ও আধুনিকতা, প্রাচ্য সভ্যতা এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন।

সংলাপে অংশগ্রহণকারী চীনে সাবেক ভারতীয় রাষ্ট্রদূত অশোক কান্ত বলেন, “চীন ও ভারতের সভ্যতার মধ্যে সংলাপের ধরনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা উভয়ই উন্নয়নশীল দেশ। দু’দেশেরই দ্রুত পরিবর্তন ঘটছে। শুধুমাত্র বিনিময়ের মাধ্যমেই দুই দেশের বিশেষজ্ঞরা পার্থক্য দূর করতে পারেন, পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে পারেন এবং এতে দু’দেশের সম্পর্ক আরও ভাল হবে।”

সভায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা একমত হয়েছে যে, চীন এবং ভারত উভয়েরই দীর্ঘ ইতিহাস এবং দুর্দান্ত সংস্কৃতির সাথে প্রাচীন সভ্যতার উত্তরাধিকার রয়েছে। উভয়ই নিজস্ব দেশের বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ এবং নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্যসম্পন্ন একটি আধুনিকীকরণের পথে যাত্রা করছে। প্রাচীনকাল থেকেই দুটি সভ্যতার ঘনিষ্ঠ আদান-প্রদান এবং একে অপরের কাছ থেকে শিক্ষা নেওয়ার ঐতিহ্য রয়েছে। হাজার হাজার বছর ধরে, চীন এবং ভারতের মধ্যে উজ্জ্বল সাংস্কৃতিক বিনিময় হয়েছে, যা সাহিত্য, শিল্প, দর্শন, ধর্ম এবং সংস্কৃতির অন্যান্য দিকগুলোর বিকাশ ও প্রসারকে কার্যকরভাবে এগিয়ে নিয়েছে এবং মানব সভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

 (স্বর্ণা/হাশিম/লিলি)