চীনে দুটি নদীর পানি বিপদসীমার উপরে
2024-07-08 13:21:10

জুলাই ৮: চীনের জলসেচ মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাপক বৃষ্টিঝড়ের প্রভাবে, হুয়াই হো নদী অববাহিকার শু হো নদী ও ই হো নদীর পানি যথাক্রমে গতকাল (রোববার) বিকেল ৬টা ৩৫ মিনিট ও ৬টা ৪৬ মিনিটে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে।

মন্ত্রণালয় জানায়, উক্ত সময়ে শু হো নদীর ট্রাঙ্ক স্রোতের ছোংগৌ হাইড্রোলজিক স্টেশনের প্রবাহের হার সেকেন্ডে ২০৪০ বর্গমিটার পর্যন্ত বেড়ে যায় এবং ই হো নদীর ট্রাঙ্ক স্রোতের লিনই হাইড্রোলজিক স্টেশনের প্রবাহের হার সেকেন্ডে ৫০১০ বর্গমিটার পর্যন্ত বেড়েছে।

এদিকে, রোববার বিকেল ৫টায় জলসেচ মন্ত্রণালয় চিয়াংসু ও শানতোং প্রদেশে বন্যা প্রতিরোধে ৪ পর্যায়ের জরুরি ব্যবস্থা গ্রহণের কাজ শুরু করে। বন্যা প্রতিরোধে একটি কর্ম-গ্রুপও পাঠানো হয়েছে। (প্রেমা/আলিম/ছাই)