উজবেকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রস্তুত চীন : প্রেসিডেন্ট সি
2024-07-04 18:54:46

জুলাই ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ভবিষ্যৎ এবং জনগণের কল্যাণকে মাথায় রেখে চীন-উজবেকিস্তান সম্পর্ক উন্নয়নে উজবেকিস্তানের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন।  বুধবার আস্তানায় শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) রাষ্ট্রপ্রধান কাউন্সিলের ২৪তম বৈঠকের আগে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের  সঙ্গে বৈঠককালে এই আগ্রহের কথা বলেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। 

চীন সবসময় উজবেকিস্তানের বিশ্বস্ত বন্ধু এবং অংশীদার উল্লেখ করে সি বলেন, ‘চীন উজবেকিস্তানকে তার জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দৃঢ়ভাবে সমর্থন করে।

প্রেসিডেন্ট সি আরও বলেন, দুই দেশের উচিত বেল্ট অ্যান্ড রোড সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়া, অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে মধ্যম ও দীর্ঘমেয়াদী সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়ন করা, চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান রেলপথ নির্মাণের গতি বাড়ানো।

বৈঠকের সময় সি উল্লেখ করেন,  এই বছরের জানুয়ারিতে মিরজিওয়েভের চীন সফরের সময় দুই দেশের নেতা দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার এবং একটি চীন-উজবেকিস্তান সম্প্রদায় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন।

চলতি বছরের শেষের দিকে ৭ম চীন আন্তর্জাতিক আমদানী মেলায় অতিথি হিসেবে অংশগ্রহণ করার জন্য উজনবেকিস্তানকে স্বাগত জানান প্রেসিডেন্ট সি।

নাহার/শান্তা