ব্রিক্সভুক্ত দেশগুলোর সহযোগিতা ব্যবস্থায় কাজাখস্তানের যোগদানে সমর্থন জানান সি চিন পিং
2024-07-03 19:29:16


জুলাই ৩: আস্তানায় প্রেসিডেন্টদ্বয়ের বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, কাজাখস্তানকে ব্রিকস সহযোগিতা ব্যবস্থায় যোগদানে সমর্থন করে চীন। দু’দেশ আন্তর্জাতিক বিষয়ে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে; জাতিসংঘ, শাংহাই সহযোগিতা সংস্থা এবং চীন-মধ্য এশিয়া ব্যবস্থাসহ বহুপাক্ষিক সংস্থার কাঠামোতে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে যৌথভাবে বিশ্ব উন্নয়ন প্রস্তাব, বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাব, বৈশ্বিক সভ্যতা প্রস্তাব মেনে চলবে। তা ছাড়া, একটি সমান ও সুশৃঙ্খল বহু-মেরুর বিশ্ব এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের পাশাপাশি যৌথভাবে দু’দেশ এবং ব্যাপক উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষা করবে দু’দেশ।


প্রেসিডেন্ট সি বলেন, কাজাখস্তান আন্তর্জাতিক মঞ্চে একটি ‘মধ্যম শক্তিশালী দেশের’ ভূমিকা পালন করতে পারে, যা বিশ্ব ব্যবস্থাপনায় অবদান রাখবে। চীন ও কাজাখস্তান উভয়েই শাংহাই সহযোগিতা সংস্থার প্রতিষ্ঠাতা দেশ। সংস্থাটির পালাক্রমিক চেয়ারম্যান দেশ হিসেবে কাজাখস্তান আঞ্চলিক সহযোগিতা এবং শাংহাই সহযোগিতা সংস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)