হংকংয়ের প্রশাসক ৫০২জনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেছেন
2024-07-01 18:07:16

জুলাই ১: হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার আজ (সোমবার) ‘২০২৪ সালের অনার্স ও শান্তি বিচারপতি নিযুক্তির’ তালিকা প্রকাশ করেছে। উল্লেখ্য, এ বছর প্রশাসক ৫০২জনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেছেন।

জানা গেছে, ৫০২জন হংকংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এতে গণ ও সামাজিক সেবা, শিক্ষা, চিকিত্সা ও গণস্বাস্থ্য, ব্যাংকিং, শিল্প ও ব্যবসায়, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, দাতব্য ও জনকল্যাণ, সংস্কৃতি ও শিল্প, ক্রীড়া, আবাসন, পরিবহন, নির্মাণ ও শহর উন্নয়ন, পরিবেশ, ধর্ম, শ্রমিক ও ভর্তুকি, নারী ও যুব বিষয়ক কাজ এবং পেশাদার পরিষেবা অন্তর্ভুক্ত হয়।

এ বছর পাঁচজনকে হংকংয়ের সর্বোচ্চ পুরস্কার ‘গ্র্যান্ড বাউহিনিয়া পদক’ প্রদান করা হয়। তাঁরা হলেন, কার্যনির্বাহী পরিষদের অনানুষ্ঠানিক সদস্য ও আইন প্রণয়ন সম্মেলনের সদস্য লিয়াও ছাং চিয়াং, জাতীয় হংকং ও ম্যাকাও গবেষণা সমিতির উপদেষ্টা লাউ সিউ-কাই, হংকং বিশ্ববিদ্যালয়ের রাও চং ই একাডেমিক হলের প্রধান লি ছাও ফেন, হেংজিচাওইয়ে এস্টেট গোষ্ঠীর চেয়ারম্যান লি চিয়া চিয়ে এবং হংকংয়ে ফুচিয়ান ফেডারেশনের অনারারি চেয়ারম্যান লিশু চে।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)