কাজাখস্তানে সিএমজি’র ভিডিও-প্রদর্শনী
2024-07-01 14:34:10


জুলাই ১: কাজাখস্তানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আসন্ন সফরকে সামনে রেখে, গতকাল (রোববার) আসতানায় এক ভিডিও-চিত্র প্রদর্শনীর উদ্বোধন করে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)। প্রদর্শনীতে ‘সি চিন পিংয়ের সাথে সাক্ষাত’-সহ ডজনখানেক ভিডিও-চিত্র স্থান পায়। এসব ভিডিও-চিত্র সেদেশের গণমাধ্যমগুলোতে ধারাবাহিকভাবে সম্প্রচার করা হচ্ছে।

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র প্রচার বিভাগের উপ-প্রধান ও সিএমজি’র মহাপরিচালক শেন হাইশিয়ং, কাজাখস্তানের বেতার ও টেলিভিশন সাধারণ ব্যুরোর মহাব্যবস্থাপক রওশন কাজিবায়েভা, এবং কাজাখস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চাং শিয়াও উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও-ভাষণ দেন।

নিজের ভাষণে শেন হাই শিয়ং বলেন, চীন ও কাজাখস্তান পাহাড় ও নদী দ্বারা সংযুক্ত, পরস্পরের ভালো প্রতিবেশী, ভালো বন্ধু ও ভালো অংশীদার। ২০১৩ সালে প্রেসিডেন্ট সি কাজাখস্তানেই প্রথমবারের মতো ‘রেশমপথ অর্থনৈতিক অঞ্চল’ উদ্যোগ প্রস্তাব করেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক প্রথম শ্রেণীর তথ্যমাধ্যম হিসেবে সিএমজি সবসময় চীন-কাজাখ সাংস্কৃতিক যোগাযোগ ও মানুষে-মানুষ বন্ধন জোরদার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিএমজি কাজাখ তথ্যমাধ্যমের সাথে হাতে হাত রেখে, দু’দেশের সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করতে এবং চীন-কাজাখস্তান অভিন্ন কল্যাণের সমাজ গড়ার কাজে ইতিবাচক ভূমিকা রেখে যেতে ইচ্ছুক।

কাজিবায়েভা বলেন, তাঁর সংস্থা স্থিতিশীলভাবে সিএমজি’র সাথে বিভিন্ন খাতে সহযোগিতা করে যাচ্ছে, যার লক্ষ্য কাজাখ-চীন মৈত্রী জোরদার করা। (প্রেমা/আলিম/ছাই)