পাহাড়ি ঢল, বৃষ্টিপাতের জন্য রেড অ্যালার্ট জারি করেছে চীন
2024-06-30 19:18:43

জুন ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতের জন্য রেড অ্যালার্ট জারি করেছে চীনের জলসম্পদ মন্ত্রণালয় এবং আবহাওয়া প্রশাসন। শনিবার সন্ধ্যায় এই অ্যালার্ট জারি করে কর্তৃপক্ষ।

চীনের আবহাওয়া ও জলসম্পদ কর্তৃপক্ষ বলেছে, শনিবার রাত ৮টা থেকে রোববার রাত ৮টা পর্যন্ত দেশটির আনহুই, চিয়াংসি, হুনান, কুয়াংসি এবং কুইচৌ প্রদেশের কিছু অংশে ঝড়ো বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিকে চেচিয়াং-এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় পর্বতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।

জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, কয়েকটি এলাকায় অস্থায়ী ভারী বর্ষণের কারণেও পাহাড়ি ঢলের সূত্রপাত হতে পারে। তাই স্থানীয়দের রিয়েল-টাইম মনিটরিং এবং বন্যা সতর্কতা জোরদার করার পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি কমানোর জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, কুইচৌ, কুয়াংসি, হুনান, হুবেই, চিয়াংসি, আনহুই, চেচিয়াং, চিয়াংসু এবং শাংহাই-এর কিছু অঞ্চলে মুষলধারে বৃষ্টি এবং কিছু অঞ্চলে ২৬০ মিমি পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিনহুয়া