‘শহর কার্যক্রম ও সাংস্কৃতিক উন্নয়ন’ শীর্ষক চীন-স্পেন সংলাপ মাদ্রিদে অনুষ্ঠিত
2024-06-30 19:12:18

জুন ৩০: ‘শহর কার্যক্রম ও সাংস্কৃতিক উন্নয়ন’ শীর্ষক চীন-স্পেন সংলাপ গত বৃহস্পতিবার স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হয়েছে। চীন ও স্পেনের শতাধিক অতিথি এতে অংশ নেন এবং এক্ষেত্রে তাদের অভিজ্ঞতা আলোচনা করেন।

 

কেন্দ্রীয় আধ্যাত্মিক সভ্যতা নির্মাণ অফিসের পূর্ণকালীন উপ-পরিচালক হু কাইহং তার বক্তৃতায় বলেন, নগর সভ্যতার নির্মাণ ও বিকাশের জন্য অনেক তাত্পর্যপূর্ণ শহর কার্যক্রম এবং সাংস্কৃতিক উন্নয়ন। নগর সভ্যতা বিকাশের জন্য স্থান ও প্ল্যাটফর্ম দেয় এমন শহুরে কার্যক্রম। পাশাপাশি, শহরের অনন্য চেতনা ও আকর্ষণ তৈরি করে সাংস্কৃতিক বিকাশ।

 

স্পেনে ‘চীনকে উপলব্ধি করা’-সংক্রান্ত অনুষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)