পেইপু উপসাগরে চীন-ভিয়েতনামের ৩৬তম যৌথ টহল
2024-06-29 18:19:42


জুন ২৯, সিএমজি বাংলা ডেস্ক: পেইপু উপসাগরে নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষায় সম্প্রতি ৩৬তম যৌথ টহল সমাপ্ত করেছে চীন এবং ভিয়েতনামের নৌবাহিনী। যৌথ এ টহলে উভয় দেশের দুটি করে জাহাজ অংশগ্রহণ করে।


বুধবার সকালে দুই দেশের যৌথ টহল শুরু হয়। এদিন সকালে নির্ধারিত জলসীমায় পৌঁছানোর পর নৌবহরগুলো প্রথমে টেলি-যোগাযোগ ক্যালিব্রেশন পরিচালনা করে এবং একে অপরকে শুভেচ্ছা জানায়।


টহলে চীনা এবং ভিয়েতনামের জাহাজগুলো মেরিটাইম যোগাযোগের মাধ্যমে বিভিন্ন তথ্য আদান প্রদান করে।


এ সময় দু'পক্ষই দুর্ঘটনায় পড়া দুটি মাছ ধরার নৌকার যৌথ অনুসন্ধান ও উদ্ধারের মহড়াও পরিচালনা করে।


চীনা এক সৈনিক জানান, এই যৌথ টহলটি চীনা এবং ভিয়েতনামের নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা এবং পারস্পরিক বিশ্বাসকে শক্তিশালী করতে সাহায্য করেছে।


শুভ/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি