তাইওয়ান ইস্যুতে মার্কিন হস্তক্ষেপ বন্ধের তাগিদ চীনের
2024-06-26 21:42:45


জুন ২৬: তাইওয়ান ইস্যুতে সব ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে আবারও তাগিদ দেয় চীন। তাইওয়ান প্রণালীতে সমস্যা সৃষ্টির অপচেষ্টা থেকেও ওয়াশিংটনকে বিরত থাকতে হবে। আজ (বুধবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের মুখপাত্র চু ফেং লিয়ান এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।


মুখপাত্র বলেন, তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে বাইরের কোনো ধরনের হস্তক্ষেপ একেবারেই অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্রের কিছু চীনবিরোধী শক্তি এতোদিন ‘তাইওয়ানকে ধ্বংস করার পরিকল্পনা’ নিয়ে এগুচ্ছিল। এখন তারা তাইওয়ান প্রণালীকে ‘নরক’-এ পরিণত করার হুমকি দিচ্ছে, যা খুবই বিপজ্জনক সংকেত। 


তিনি বলেন, এ ধরনের হুমকিতে যুক্তরাষ্ট্রের আসল ইচ্ছার প্রতিফলন ঘটেছে। নিজের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ধ্বংসও করতে পারে। বস্তুত, যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীতে সমস্যা সৃষ্টি করছে। আর এই দেশটি যেখানে সমস্যা সৃষ্টি করে, সেখানকার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়।


উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডের অধিনায়ক স্যামুয়েল পাপারো সাংবাদিকদের বলেন, চীনের মূল ভূভাগ তাইওয়ানে সামরিক অভিযান চালালে, যুক্তরাষ্ট্র বিপুলসংখ্যক মানববিহীন সামরিক অস্ত্র মোতায়েন করবে এবং সেক্ষেত্রে তাইওয়ান প্রণালী ‘নরক’-এ পরিণত হবে।  (আকাশ/আলিম/ফেইফেই)