পোল্যান্ডের প্রেসিডেন্ট ও চীনা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
2024-06-25 11:36:01

জুন ২৫: গতকাল (সোমবার) চীন সফররত পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং।

সাক্ষাত্কালে লি বলেন, পোল্যান্ডের সঙ্গে ঐতিহ্যিক মৈত্রী ও রাজনৈতিক খাতে পারস্পরিক আস্থা উন্নত করতে এবং গুণগতমানের ‘বেল্ট এ্যান্ড রোড’ উদ্যোগের মাধ্যমে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা আরো উন্নত করতে ইচ্ছুক। পাশাপাশি, সাংস্কৃতিক বিনিময় জোরদার করার মাধ্যমে দ্বিপাক্ষিক সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক সামনে এগিয়ে যাবে এবং পারস্পরিক উপকারিতা ও অভিন্ন স্বার্থ অর্জন করা সম্ভব হবে। ইউরোপীয় ইউনিয়ন আরো বস্তুনিষ্ঠ যৌক্তিকভাবে চীনকে দেখবে বলে আশা করে চীন। যাতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল ও স্বাস্থ্যকর উন্নয়ন বাস্তবায়ন করা যায়।

 

দুদা বলেন, দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ করে পোল্যান্ড সরকার এবং যৌথভাবে ‘বেল্ড এ্যান্ড রোড’ উদ্যোগ নির্মাণ করবে। তাঁর দেশ চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক, যাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সামনে এগিয়ে যায়। ইইউ ও চীনের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করতে ইচ্ছুক পোল্যান্ড।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)