ঢাকায় হাসিনার সঙ্গে লিউ চিয়ান ছাও-এর বৈঠক
2024-06-25 17:15:20

জুন ২৫: গতকাল (সোমবার) ঢাকায়, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের প্রধান লিউ চিয়ান ছাও।

সাক্ষাতে শেখ হাসিনা লিউ চিয়ান ছাওয়ের নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলটিকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ-চীন বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে। তাঁর প্রয়াত পিতা শেখ মুজিবুর রহমান ১৯৫২ ও ১৯৫৭ সালে চীন সফর করেন এবং চীনের পুরনো প্রজন্মের নেতাদের সঙ্গে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন, যা দু’দেশের সম্পর্ক উন্নয়নের দৃঢ় ভিত্তি স্থাপন করে।

হাসিনা বলেন, “আমি নিজে চীন সফর করেছি এবং চীনের অভূতপূর্ব উন্নয়ন প্রত্যক্ষ করেছি। ২০১৬ সালে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বাংলাদেশ সফর ছিল ঐতিহাসিক ও তাত্পর্যপূর্ণ। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের মূল্যবান সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের অনেক বড় অবকাঠামো প্রকল্প, যেমন পদ্মাসেতু চীন কর্তৃক নির্মিত, যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, “বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি জটিল। এ পরিস্থিতিতে, বাংলাদেশ অন্যান্য দেশের সাথে, বিশেষ করে চীনের সাথে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে চায়, যার লক্ষ্য দুই দেশের জনগণের কল্যাণসাধন। আওয়ামী লীগ চীনা কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্কের ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং দুই পার্টির মধ্যে আদান-প্রদান জোরদার করতে চায়।”

জবাবে লিউ চিয়ান ছাও বলেন, বাংলাদেশে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফরটি ছিল ঐতিহাসিক। সেই সফরে দু’দেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়। তখন দুই দেশের নেতৃবৃন্দ যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছিলেন, তা বাস্তবায়নে বেইজিং ঢাকার সাথে কাজ করে যেতে ইচ্ছুক। দ্বিপাক্ষিক সম্পর্কের বৃহত্তর উন্নয়নের স্বার্থে, "বেল্ট অ্যান্ড রোড" উদ্যোগকে "স্মার্ট বাংলাদেশ" কৌশলের সাথে সংযুক্ত করার ওপরও লিউ গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বর্তমানে চীন ব্যাপকভাবে উচ্চ-মানের উন্নয়নের মাধ্যমে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের পথে হাঁটছে, যা পৃথিবীর সকল দেশের জন্য সুফল বয়ে আনবে। চীন বাংলাদেশের সাথে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে-প্র্রক্রিয়াকে আরও জোরালো করতে চায় বলেও তিনি উল্লেখ করেন। (জিনিয়া/আলিম/ফেই)