চীন-মার্কিন যুব-উত্সবে সি’র শুভেচ্ছাবার্তা
2024-06-24 20:38:40


জুন ২৪: চীনের ফু চিয়াং প্রদেশের রাজধানী ফু চৌ শহরে আজ (সোমবার) শুরু হয়েছে ‘বন্ড উইথ খুলিয়াং: চায়না-ইউএস ইয়ুথ ফেস্টিভাল, ২০২৪’। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এই যুব-উত্সবের সাফল্য কামনা করে একটি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।


বার্তায় সি চিন পিং ‘খুলিয়াং’ নামক অঞ্চলের প্রতি এক মার্কিন তরুণের ভালোবাসার কথা স্মরণ করে বলেন, “শতাধিক বছরের ইতিহাসসমৃদ্ধ ওই ‘খুলিয়াং প্রেম’  চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বন্ধুত্বের একটি ভালো উদাহরণ। চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলের তরুণ-তরুণীরা ফু চৌতে একত্রিত হয়েছেন, ‘খু লিয়াং গল্প’ স্মরণ করছেন, এবং দু’দেশের জনগণের মধ্যে বিনিময় ও বোঝাপড়া বৃদ্ধিতে ভূমিকা রাখছেন। এতে আমি খুবই আনন্দিত।”


সি চিন পিং জোর দিয়ে বলেন, “তরুণ-তরুণীরা সবচেয়ে সতেজ ও সবুজ; তাদের স্বপ্ন আছে। চীন-মার্কিন সম্পর্কের ভবিষ্যত দু’দেশের তরুণ-তরুণীদের ওপর নির্ভর করছে। আশা করি, আপনারা গভীরভাবে ভাববিনিময় করবেন; নিজেদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও জোরদার করবেন; হাতে হাত রেখে দু’দেশের সার্বিক বন্ধুত্বকে উন্নত করার চেষ্টা করবেন; দু’দেশের সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে অবদান রাখবেন; এবং বিশ্বের বিভিন্ন দেশের জনগণের সঙ্গে একযোগে বৈশ্বিক অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করে যাবেন।” (আকাশ/আলিম/ফেইফেই)