তাইওয়ানে অস্ত্র বিক্রয়কারী মার্কিন কোম্পানির বিরুদ্ধে চীনের ব্যবস্থা
2024-06-24 16:32:58

জুন ২৪: তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সাথে জড়িত সংশ্লিষ্ট মার্কিন কর্পোরেট সংস্থা এবং এর সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে বেইজিং। আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মুখপাত্র বলেন, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি গুরুতরভাবে ‘এক-চীননীতি’ এবং ‘চীন ও যুক্তরাষ্ট্রের তিনটি ইশতাহার’ লঙ্ঘন করছে। এ ধরনের আচরণ চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপস্বরূপ। আর এ কারণে, চীন আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানি এবং এর সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে।

মুখপাত্র জোর দিয়ে বলেন, তাইওয়ান ইস্যু চীনের কেন্দ্রীয় স্বার্থের সাথে সম্পর্কিত। এটি চীন-মার্কিন সম্পর্কের পূর্বশর্ত। জাতীয় সার্বভৌমত্ব ও ভূখন্ডের অখণ্ডতা রক্ষায় চীনা সরকার ও জনগণের দৃঢ় সংকল্প, দৃঢ় ইচ্ছা, ও দৃঢ় ক্ষমতাকে কোনো দেশ, সংস্থা বা ব্যক্তির উচিত নয় অবমূল্যায়ন করা। (শুয়েই/আলিম/আকাশ)