শিশু-স্বাস্থ্য খাতে চীনের সঙ্গে সহযোগিতা বাড়াবে ইউনেস্কো
2024-06-24 11:09:04

জুন ২৪: ২২ ও ২৩ জুন চীনের কানসু প্রদেশের উওয়ে শহরের থিয়ানচু তিব্বতি জাতি অধ্যুষিত জেলা পরিদর্শন করেছেন ইউনেস্কোর উপনির্বাহী পরিচালক কেটি ভ্যান্ডারহেইডেন। তিনি বলেন, বিশ্বের উষ্ণ আবহাওয়া, বন্যা, খরা শিশু-স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তাই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় শিশুদের জীবনযাপনের মান উন্নয়ন ও স্বাস্থ্য রক্ষায় চীনের সঙ্গে সহযোগিতা করতে চায় ইউনেস্কো।

 

চীনের কানসু প্রদেশের থিয়ানচু তিব্বতি জাতি অধ্যুষিত জেলার কয়েকটি গ্রামীণ হাসপাতাল এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য হাসপাতাল পরিদর্শন করেছে ইউনেস্কোর প্রতিনিধি দল। তারা স্থানীয় অঞ্চলের নবজাতকের রোগের স্ক্রিনিং প্রক্রিয়া এবং বাচ্চাদের পুষ্টি ও খাওয়ানোর পরামর্শ সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। চীনের জেলা, উপজেলা ও গ্রাম পর্যায় থেকে মৌলিক স্তরের চিকিত্সা পরিষেবা ব্যবস্থা ও স্বাস্থ্য সুবিধার উন্নয়ন জেনেছেন, চীনের অনুন্নত এলাকায় নবজাতকের স্বাস্থ্য রক্ষার মান অব্যাহত উন্নত হয়েছে বলে মনে করেন তাঁরা।

 

পরিদর্শনের পর ভ্যান্ডারহেইডেন বলেন, ইউনেস্কো ও চীন সরকারের সহযোগিতায় স্থানীয় চিকিত্সা ব্যবস্থার উন্নয়নে আরো বেশি সুযোগ সুবিধা দিয়েছে, যা স্থানীয় শিশুদের সুন্দর জীবনযাপনের ভিত্তি স্থাপন করেছে। চীনে সংশ্লিষ্ট প্রকল্পের পুঁজি বিনিয়োগ, দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে ব্যাপক অভিজ্ঞতা সঞ্চয় করা হয়েছে। ভবিষ্যতেও চীনের সঙ্গে সহযোগিতা করবে ইউনেস্কো।

 

জানা গেছে, ইউনেস্কো ও চীনের নবজাতক নিরাপত্তা প্রকল্পে প্রায় ৩০ লাখেরও বেশি চীনা শিশু উপকৃত হবে। পাশাপাশি, শিশুদের পুষ্টি ও খাওয়ানোর পরামর্শ প্রকল্পে ০ থেকে ২ বছরের বয়সী ৫০ লাখেরও বেশি চীনা শিশু উপকৃত হবে। চীনের মৌলিক স্তরের শিশুদের উন্নয়ন প্রকল্পে ৩ বছর বয়সের নিচে ১ কোটি ৭০ লাখেরও বেশি চীনা শিশু ও তাদের পরিবার পরিষেবা পাবে।

 

(সুবর্ণা/তৌহিদ/রুবি)