‘স্বাধীন তাইওয়ান’ প্রয়াসীদের প্রতিরোধে চীনে প্রকাশিত ফাইলটি গুরুত্বপূর্ণ: সিএমজি সম্পাদকীয়
2024-06-23 15:52:14

জুন ২৩: গত শুক্রবার চীনে প্রকাশিত তাইওয়ানবিষয়ক একটি ফাইল সারা বিশ্বের নজর কেড়েছে। এদিন চীনের সর্বোচ্চ গণআদালত, সর্বোচ্চ গণঅভিশংসক দপ্তর, গণনিরাপত্তা মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়, ও আইন মন্ত্রণালয় যৌথভাবে “দেশকে বিভক্ত করা ও বিচ্ছিন্নতাকে উস্কে দেওয়ার অপরাধের জন্য, আইন অনুসারে, ‘তাইওয়ানের স্বাধীনতা’ প্রয়াসীদের শাস্তিবিষয়ক প্রস্তাব” প্রকাশ করে। আন্তর্জাতিক সমাজ মনে করে, এটা হল ‘স্বাধীন তাইওয়ান’ প্রয়াসীদের বিরুদ্ধে চীনের নেওয়া সবচেয়ে কঠোর ব্যবস্থাগুলোর অন্যতম। এর উদ্দেশ্য, তাদের বিচ্ছিন্নতাবাদী অপতত্পরতা প্রতিরোধ করা, দেশের ঐক্য রক্ষা করা।

দেশকে বিভক্তকারীদের শাস্তি দেওয়া এবং দেশের মূল স্বার্থ রক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশে ফৌজদারি বিচারপদ্ধতি ব্যবহার করা একটি সাধারণ রীতি। তাইওয়ান চীনের অংশ। চীনের কেন্দ্রীয় সরকার কখনই ‘তাইওয়ানের স্বাধীনতা’-র নামে বিচ্ছিন্নতাবাদী তত্পরতা সহ্য করবে না; কোনো নামে বা উপায়ে তাইওয়ানকে চীন থেকে আলাদা হতে দেবে না। ‘তাইওয়ানের স্বাধীনতা’ প্রয়াসীদের, বিচ্ছিন্নতাবাদী অপতত্পরতার অপরাধের জন্য, আইন অনুসারে কঠোর শাস্তি দেওয়া যুক্তিসঙ্গত; এটি জাতীয় সার্বভৌমত্ব, ঐক্য, ও ভূখন্ডের অখণ্ডতা রক্ষার জন্য চীনের যথাযথ ব্যবস্থা।

মনে রাখতে হবে, প্রকাশিত প্রস্তাবটি তাইওয়ানের খুব অল্পসংখ্যক বিচ্ছিন্নতাবাদীর ক্ষেত্রে প্রযোজ্য, যারা দেশকে বিভক্ত করার অপতত্পরতায় লিপ্ত। তাইওয়ানের সাধারণ বাসিন্দারা এ প্রস্তাবের লক্ষ্য নয়। এর মাধ্যমে, তাইওয়ানের জনগণ আরও ভালো করে উপলব্ধি করতে পারবে যে, ‘তাইওয়ানের স্বাধীনতা’ ইস্যুর সবচেয়ে বড় উত্স এবং জনগণের স্বার্থের জন্য ক্ষতিকর শক্তি হচ্ছে বিচ্ছিন্নতাবাদী শক্তি। এই শক্তিকে আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়ার মাধ্যমে, তাইওয়ানের জনগণের পারস্পরিক সম্পর্কের শান্তিপূর্ণ বিকাশের সুবিধাভোগ নিশ্চিত করা যেতে পারে। (শুয়েই/আলিম/আকাশ)