জাতির ঐতিহ্যের ছোঁয়া এমব্রয়ডারিতে
2024-06-23 21:08:43

জুন ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ৫৬ জাতির অন্যতম হলো মিয়াও জাতি। এই জাতির নারীদের রয়েছে বিশেষ এমব্রয়ডারি শিল্প। আবহমান কাল ধরে মিয়াও নারীরা এমব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তাদের জাতির কাহিনী ও ঐতিহ্য। 


মিয়াও জাতিগোষ্ঠীর নারীদের তৈরি এমব্রয়ডারি , মিয়াও এমব্রয়ডারি হিসেবে সমাধিক পরিচিত। চীনের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে জায়গা করে নিয়েছে এই শিল্প। 


মিয়াও এমব্রয়ডারির মাধ্যমে নারীরা তাদের জাতির কাহিনী, নানা রকম লোকজ বিশ্বাস, পৌরাণিক প্রাণীর অবয়ব ফুটিয়ে তোলেন। ড্রাগন, ফিনিক্স, মাছ, ফুল ইত্যাদি ফুটিয়ে তোলা হয় বিশেষ নকশী কাজের মাধ্যমে । পরিবারের প্রবীণ নারীদের কাছ থেকে এই এমব্রয়ডারি শিখেন নতুন প্রজন্মের নারীরা।


নাহার/ফয়সল 

তথ্য ও ছবি- গ্লোবাল টাইমস