চীনের এক্সপ্রেস ডেলিভারি ম্যান অংশ নেবেন প্যারিস অলিম্পিকে
2024-06-23 00:31:57

জুন ২২. অলিম্পিক গেমসে নিজের দেশের পক্ষ থেকে স্বর্ণপদক জয়ের অনুভূতি আসলে কেমন? আসন্ন প্যারিস অলিম্পিক গেমসে সাধারণ মানুষও এ ধরনের অনুভূতি লাভের সুযোগ পেতে পারেন। নতুন নিয়ম অনুসারে, এবারের অলিম্পিক গেমসে বিশ্বের মোট ৪০০৪৮ জন ম্যারাথনপ্রেমী অংশ নেবেন। আর অলিম্পিক গেমসের ইতিহাসে এবারই প্রথমবার সাধারণ মানুষ অলিম্পিক গেমসে অংশ নেবেন। 

এ সব অংশগ্রহণকারীর মধ্যে চীনের ডেলিভারি ম্যান লুয়ান ইউ সুয়াই রয়েছেন। ১৯৮৫ সালে জন্ম নেওয়া সুয়াই ইতোমধ্যে এক্সপ্রেস ডেলিভারি ম্যান হিসেবে ৯ বছর  কাজ করেছেন। ২০২১ সালের বেইজিং অর্ধ-ম্যারাথনে তিনি ‘অপেশাদার খেলোয়াড়দের মধ্যে’ প্রথম স্থান অর্জন করেন। এজন্য নেটিজেনরা তাঁকে নাম দিয়েছেন ‘চীনের সবচেয়ে দ্রুতগতির ডেলিভারি ম্যান’। 

তিনি জানান, অলিম্পিক গেমসের এ সুযোগ কাজে লাগাতে তিনি প্রতিদিন প্রায় ২ ঘন্টা ধরে শরীরচর্চা ও ট্রেনিং করেন। আর প্রতিমাসে ৩০০ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত দৌড়ান তিনি। তিনি মনে করেন, দৌড় ও এক্সপ্রেস ডেলিভারির কাজ জীবনের দুটি অবিচ্ছেদ্য অংশ। তাঁর বয়স এখন প্রায় ৪০ বছর। ক্রীড়াজগতে এ বয়সে অধিকাংশই অবসরে যান। কিন্তু সুয়াই মনে করেন, জীবনের একটি নতুন সূচনা সৃষ্টি করতে যাচ্ছেন তিনি। 

(আকাশ/আলিম/ফেইফেই)