‘চীন বিশ্বের সবুজ উন্নয়নের কেন্দ্র’
2024-06-23 20:46:56


জুন ২৩: চীন হচ্ছে বিশ্বের সবুজ উন্নয়নের কেন্দ্র; বিশ্বের সবুজ রূপান্তরের প্রধান শক্তি। সম্প্রতি বেলজিয়ামের ব্রাসেলসে জাতিসংঘের সাবেক উপ-মহাসচিব এরিক সোলহেইম এ মন্তব্য করেন। 


তিনি বলেন, সবুজ শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, ও বিদ্যুতচালিত যানবাহনের ক্ষেত্রে চীন ইতোমধ্যেই বিশ্বের শীর্ষ স্থানে পৌঁছেছে। নতুন ধরনের উত্পাদন-শক্তি খাতে চীনের গবেষণা ও উন্নয়নের ধারাও অব্যাহত আছে। চীনের অর্জন মানবজাতির অগ্রগতি ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে নতুন প্রাণশক্তি যুগিয়ে চলেছে। এ ক্ষেত্রে চীনের কাছ থেকে বিশ্বের অন্য দেশগুলো শিখতে পারে। 


এরিক আরও বলেন, চীনের নেতা নতুন মানের উত্পাদন শক্তির উন্নয়ন ও সার্বিক সংস্কার প্রক্রিয়া আরও গভীর করার কথা বলেন। তাঁর মূল উদ্দেশ্যই হচ্ছে জনগণের কল্যাণে উত্পাদন-শক্তি খাতের উন্নয়ন অব্যাহত রাখা। (আকাশ/আলিম/ফেইফেই)