আইন অনুযায়ী স্বাধীন তাইওয়ান দাবিদারদের শাস্তি দেওয়ার ‘মতামত’ প্রকাশিত
2024-06-21 17:30:18

জুন ২১: চীনের সর্বোচ্চ গণ-আদালত, সর্বোচ্চ গণ-অভিশংসক দপ্তর, গণ-নিরাপত্তা মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় এবং বিচার মন্ত্রণালয় আজ (শুক্রবার) যৌথভাবে ‘আইন অনুযায়ী স্বাধীন তাইওয়ান দাবিদারদের দেশকে বিচ্ছিন্ন করা এবং দেশের বিচ্ছিন্নতায় উস্কানি দেওয়ার অপরাধ-সংক্রান্ত বিষয়ে মতামত’ প্রকাশ করেছে এবং জারি করার তারিখ থেকে তা কার্যকর হয়েছে।

এই ‘মতামত’ আইনের শাসন সম্পর্কে সি চিন পিংয়ের চিন্তাভাবনা এবং তাইওয়ান ইস্যু সমাধানের জন্য নতুন যুগে চীনের কমিউনিস্ট পার্টির সামগ্রিক কৌশল বাস্তবায়ন করেছে। বিচ্ছিন্নতার বিরোধিতা বিষয়ক জাতীয় আইন, গণ-প্রজাতন্ত্রী চীনের ফৌজদারি আইন এবং ফৌজদারি কার্যবিধির আইনসহ  নানা আইন অনুযায়ী স্বাধীন তাইওয়ান দাবিদারদের দেশকে বিচ্ছিন্ন করা, দেশের বিচ্ছিন্নতায় উস্কানি দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হওয়া এবং শাস্তির মানসহ নানা খাতে নির্দিষ্ট বিধান জারি করেছে। ফলে আইন অনুসারে ‘আইনগত পদ্ধতিতে তাইওয়ানের স্বাধীনতা’, ‘স্বাধীনতা চাওয়ার জন্য বিদেশের উপর নির্ভর করা’ এবং ‘স্বাধীনতা চাওয়ার জন্য শক্তি প্রয়োগের’ মতো বিচ্ছিন্নতাবাদী আচরণের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের জন্য স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে।

এই ‘মতামত’ নির্দেশ করে যে, গণ-আদালত, গণ-অভিশংসক দপ্তর, পাবলিক সিকিউরিটি এজেন্সি, জাতীয় নিরাপত্তা সংস্থা এবং বিচার বিভাগীয় প্রশাসনিক এজেন্সিগুলোকে অবশ্যই তাদের কাজে সম্পূর্ণ ভূমিকা রাখতে হবে, আইন অনুসারে ‘স্বাধীন তাইওয়ান দাবিদারদের কঠোর শাস্তি দিতে হবে এবং জাতীয় সার্বভৌমত্ব, ঐক্য ও ভূখণ্ডের অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করতে হবে।

লিলি/তৌহিদ/স্বর্ণা