জাতিসংঘের ভাষণে দ্বৈত মানদণ্ডের বিরোধিতা করে চীন
2024-06-20 18:48:20

জুন ২০: জেনিভায় জাতিসংঘ কার্যালয় এবং সুইজারল্যান্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী প্রতিনিধি ছেন সুই জাতিসংঘ মানবাধিকার পরিষদে তার বক্তৃতায় কিছু দেশের দ্বৈত মানদণ্ডের বিরোধিতা করেছেন। বহুপাক্ষিক মানবাধিকার ব্যবস্থার ন্যায্যতা এবং ন্যায়বিচার বজায় রাখা এবং গঠনমূলক সংলাপ ও সহযোগিতায় যথাযথ ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন।

 

বক্তৃতায় তিনি বলেন, সবার মানবাধিকার নিশ্চিত করা হলো মানবজাতির সাধারণ চেষ্টা। মানবাধিকার কাউন্সিলসহ নানা আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থার উচিত ন্যায্যতা এবং ন্যায়বিচার বজায় রাখা, জাতিসংঘ সনদের উদ্দেশ্য এবং নীতি মেনে চলা, সর্বজনীনতা, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা, অ-রাজনীতিকরণ এবং অ-নির্বাচনের নীতি অনুসরণ করা এবং দ্বৈত মানদণ্ড, দমনপীড়ন এবং একতরফাবাদের বিরোধিতার করা।

 

তিনি বলেন, বিশ্বে সার্বজনীন মানবাধিকার উন্নয়নের একক পথ নেই এবং কোনো দেশের ওপর অন্যের মডেল চাপিয়ে দেওয়া উচিত নয়। সব পক্ষের উচিত প্রতিটি দেশের স্বাধীন অন্বেষণকে সম্মান করা, শান্তি ও উন্নয়নের মাধ্যমে সব দেশের মানুষের মানবাধিকার উপভোগ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানবাধিকারের সুস্থ বিকাশ জোরদার করা।

লিলি/তৌহিদ/স্বর্ণা