‘চীন-মালয়েশিয়া মৈত্রী বর্ষ’ সংবর্ধনা অনুষ্ঠানে চীনা ও মালয়েশীয় প্রধানমন্ত্রী
2024-06-20 10:49:00

জুন ২০: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (বুধবার) সন্ধ্যায় কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার বিন ইব্রাহিমের সঙ্গে চীন ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী ও ‘চীন-মালয়েশিয়া মৈত্রী বর্ষ’ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন এবং মূল বক্তব্য প্রদান করেন। তিনি চীন-মালয়েশিয়া অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় বিভিন্ন ক্ষেত্রে সবদিক দিয়ে দু’পক্ষের সহযোগিতার ওপর জোর দেন।  

তিনি আরও বলেন, চলতি বছর ‘চীন-মালয়েশিয়া মৈত্রী বর্ষ’। তিনি উল্লেখ করেন, দু’পক্ষের উচিত পারস্পরিক কল্যাণ ও উভয়ের জন্য কল্যাণকর সহযোগিতার ওপর আরও মনোযোগ দেয়া এবং যেখানে অগ্রগতির ফলাফল শূন্য তেমন আচরণ ত্যাগ করা। তিনি বলেন, ভবিষ্যতে আরও বেশি মানুষ যেন হাতে হাত রেখে এগিয়ে যেতে পারে সেই বন্ধুত্বের চেতনা ধারণ করতে হবে ও সবাইকে এদিকে অনুপ্রাণিত করতে হবে। ।

আনোয়ার বলেন, মালয়েশিয়া সর্বদাই কৌশলগত দিক থেকে দু’দেশের সম্পর্ককে মূল্যায়ন করে এবং মালয়েশিয়া-চীন সম্পর্কের নতুন যুগ সৃষ্টি করার জন্য চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা গভীরতর করতে, ইস্ট কোস্ট রেল লিঙ্কের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প বেগবান করতে, সভ্যতার বিনিময় ও পারস্পরিক শিক্ষা জোরদার করতে ইচ্ছুক। (প্রেমা/শান্তা/ছাই)