৩টি প্রদেশের বন্যা প্রতিরোধে জরুরি প্রতিক্রিয়া চালু করেছে চীন
2024-06-18 17:43:55

জুন ১৮: বর্তমানে দক্ষিণ চীনে ও ইয়াংয্যি নদীর দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। চীনের জাতীয় বন্যা ও খরা প্রতিরোধ ও ত্রাণ সদর দপ্তর গতকাল (সোমবার) কুয়াং তোং, হুনান, চিয়াং সি- এই ৩টি প্রদেশে ৪ মাত্রার বন্যা প্রতিরোধ জরুরি প্রতিক্রিয়া চালু করেছে। তা ছাড়া কুয়াংসি, চ্যচিয়াং, ফুচিয়ান, কুইচৌ- এ ৪টি প্রদেশের বন্যা প্রতিরোধে জরুরি প্রতিক্রিয়া বজায় রয়েছে।

এদিন জাতীয় বন্যা ও খরা প্রতিরোধ ও ত্রাণ সদর দপ্তর আবহাওয়া, জলসেচ, প্রাকৃতিক সম্পদ ও সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে অনলাইন আলোচনা সম্মেলন আয়োজন করে। এতে বৃষ্টি ও বন্যা পরিস্থিতি বিশ্লেষণ করা হয় এবং বন্যা প্রতিরোধ ও প্রতিক্রিয়া কাজের প্রস্তুতি নেওয়া হয়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ১৭ জুন থেকে চীনের দক্ষিণাঞ্চলে দীর্ঘ বৃষ্টিপাত হবে, কোথাও ভারী বর্ষণও হবে।

(তুহিনা/তৌহিদ/স্বর্ণা)